রাজ্জাকের পর মাশরাফির ৪০০ উইকেট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ১৪:২৫

আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি বিন মর্তুজা। বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইরফান শুক্কুরকে আউট করার মাধ্যমে এই কীর্তি অর্জন করেন মাশরাফি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সকালবেলা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে তারা।

ডিপিএলে এবারের মৌসুমে মাশরাফি বিন মর্তুজা খেলছেন আবাহনীর হয়ে। আজকের ম্যাচে মাঠে নামার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফির উইকেট সংখ্যা ছিল ৩৯৯টি। মোহামেডানের ইনিংসে নিজের তৃতীয় ওভারে বল করতে এসে ওভারের প্রথম বলে ইরফান শুক্কুরকে বোল্ড করেন মাশরাফি।

মাশরাফির আগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে এই কীর্তি অর্জন করেন স্পিনার আব্দুর রাজ্জাক। ৪০০ উইকেট নিতে মাশরাফি খেলেছেন ২৮৭ ম্যাচ। ৪০০ উইকেট নিতে আব্দুর রাজ্জাক খেলেছিলেন ২৬৯ ম্যাচ।

(ঢাকাটাইমস/১৭ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :