সুবর্ণচরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিবেদক
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ১৪:৩০
অ- অ+

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে সাজেদা আক্তার সাথী (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চরমজিদ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাজেদা আক্তার সাথী চরমজিদ গ্রামের সিরাজ মাওলার স্ত্রী এবং একই গ্রামের আলাউদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুই বছর আগে একই গ্রামের সিরাজ মাওলার সঙ্গে সাথীর বিয়ে হয়। বিয়ের পর তাদের কোনো সন্তান না হওয়ায় ঝামেলা চলছিল। কয়েকদিন আগে সাথী বাবার বাড়িতে বেড়াতে যান। বুধবার সকালে ডাক্তার দেখাতে আসেন শশুরবাড়ি। দুপুরে পরিবারের লোকজন তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/১৭এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা