বিভিন্ন তেলের গুণাগুণ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৯, ০৯:১১
অ- অ+

তেল বা চর্বির শরীরের জন্য খারাপ– এমন একটা ধারণা অনেকেরই, যা পুরোপুরি সত্যি নয়৷ কারণ তেলে গুরুত্বপূর্ণ কিছু উপাদান, যা শরীরের জন্য খুব প্রয়োজন৷ তবে তেলের ভালো ও মন্দ দুদিকই রয়েছে। আসুন জেনে নিই কোন তেলে কী ধরনের উপকারীতা রয়েছে।

অলিভ অয়েল বা জলপাইয়ের তেল

অলিভ অয়েল যে স্বাস্থ্যকর তা বোধহয় সকলেরই জানা৷ এই তেল হৃদপিণ্ড এবং রক্তসঞ্চালন প্রক্রিয়ার জন্য খুবই উপকারী৷ তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, জলপাই ঠান্ডা অবস্থায় চিপে যে তেল তৈরি হয়, তার গুণ বেশি, বিশেষ করে সালাদের জন্য৷ আর ভাজি বা রান্নার জন্য রিফাইন্ড বা পরিশোধিত তেল ব্যবহার করাই ভালো৷

নারকেল তেল

নারকেল তেলকে অত্যন্ত স্বাস্থ্যকর তেল হিসেবেই গণ্য করা হয়৷ নারকেল তেলে রয়েছে প্রচুর লাউরিক অ্যাসিড, যা শরীরকে বিভিন্ন সংক্রামক রোগ ও ফাঙ্গাস থেকে দূরে রাখতে বিশেষভাবে সহায়তা করে৷ তাছাড়া রান্নায় মাখনের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করা যায়৷ বিশেষজ্ঞদের মতে, এই তেল অতিরিক্ত গরম করলে উপকারিতা কমে যায়৷

মিষ্টি কুমড়ার বিচির তেল

মিষ্টি কুমড়ার বিচি খেতে বাদামের মতো স্বাদ লাগে বলেই যে মানুষ পছন্দ করে তা নয়৷ এর নানা গুণের জন্যও মিষ্টি কুমড়ার বিচির তেল বেশ জনপ্রিয়৷ এতে থাকা ভিটামিন ‘ই’ এবং লিনোলিয়াম অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা কমাতে ইতিবাচক ভূমিকা রাখে৷ যদিও মিষ্টি কুমড়ার বিচির তেল শুধুমাত্র ঠান্ডা খাবারে ব্যবহার করার জন্য উপযুক্ত৷ কারণ গরমে তেলের মূল্যবান উপাদানগুলি নষ্ট হয়ে যায়৷

তিলের তেল

‘তিল’ বলতেই বাঙালির কাছে লোভনীয় নাড়ু, খাজা ইত্যাদি৷ তিল থেকে তৈরি তেলের রয়েছে বিশেষ গুণ৷ যেমন শরীরের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ডিপ্রেশন কমায়৷ এই তেল যেমন শরীরে মাখা যায়, তেমনি খাবারেও ব্যবহার করা হয়৷ স্বাস্থ্যগত উপকার ছাড়াও বিভিন্ন ধরনের সালাদে তিলের তেল বাড়তি স্বাদ আনে৷

ভুট্টার তেল

মাত্র এক লিটার তেল তৈরির জন্য গড়ে ১০০ কেজি ভুট্টাদানার প্রয়োজন৷ ভুট্টার তেলে রয়েছে কোষ সুরক্ষাকারী ভিটামিন ‘ই’ এবং ফ্যাটি অ্যাসিড, যা সুন্দর ত্বকের জন্য প্রয়োজন৷ তবে মনে রাখতে হবে, ভুট্টার গুণগতমান যত ভালো হবে, তার তেলও হবে ততটাই ভালো৷

ঢাকা টাইমস/২৫এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা