চুয়াডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৯, ২৩:০৪

চুয়াডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় রেদোয়ান আহমেদ (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই স্থানীয় জনতা কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছে।

নিহত রেদোয়ান আহমেদ চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে শহরের সবুজপাড়ার স্কুল শিক্ষক রাশিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে রেদোয়ান বাড়ি থেকে বের হয়ে বাবার কোচিং সেন্টারে যাচ্ছিল। এ সময় শহরের কোর্টমোড় এলাকার ১ নং পানির ট্যাংকের কাছে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরেই ছিটকে পড়ে গুরুতর আহত হয় রেদোয়ান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক সোনিয়া আহম্মেদ রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর চালক রুহুল আমিন পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে।

সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালককে ট্রাকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :