ময়মনসিংহে মুড়ির মিল মালিককে অর্থদণ্ড

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৯, ১৮:২৭

ময়মনসিংহে ভিন্ন প্রতিষ্ঠানের নাম ও মোড়ক ব্যবহার করার অপরাধে একটি মুড়ির মিল মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকালে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ময়মনসিংহের চরনিলক্ষীয়ায় ইসলাম এন্টারপ্রাইজ নামে মুড়ির মিল দীর্ঘদিন ধরে মাসকান্দার বিসিক শিল্প নগরীর মেসার্স নূর চিড়া-মুড়ি মিলের জোড়া হাতি মার্কার লোগো এবং মোড়ক ব্যবহার করে নিম্নমানের মুড়ি কম মূল্যে বাজারজাত করে আসছে। এতে মেসার্স নূর চিড়া-মুড়ি মিলের মালিক ক্ষতিগ্রস্ত হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় অভিযোগ করলে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিককে গ্রেপ্তার করে আনা হয়।

তিনি অন্য আরও মুড়ির মিলের মোড়ক ব্যবহার করছেন বলেও প্রমাণ পাওয়া যায়। তার নিজের কোনও বৈধ কাগজপত্র নেই। এর আগেও তাকে এ ধরনের প্রতারণা থেকে সরে আসার জন্য সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু তিনি আসন্ন রমজানকে সামনে রেখে তার উৎপাদন আরও বাড়িয়ে যাচ্ছিলেন। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের ওই প্রতিষ্ঠানকে নকল পণ্য উৎপাদনের অপরাধে দুই লাখ টাকা অর্থদণ্ডকরা হয়।

এছাড়া ময়মনসিংহের ভালুকা উপজেলায় অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :