ময়মনসিংহে স্কুলছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০১৯, ১৬:২৬

ময়মনসিংহের মুক্তাগাছায় স্কুলছাত্র মাহবুবুর রহমান মারুফ হত্যা মামলার রায়ে রাকিবুল নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায়ে দশ হাজার টাকা জরিমানাও করা হয়। তবে আসামিপক্ষ রায়ে সন্তুষ্ট না হওয়ায় আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী।

জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিবুল মুক্তাগাছা উপজেলার পাইক শিমুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। একই মামলায় অপর দুই আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিবুলের বাবা আব্দুর রাজ্জাক ও ভাই রেজাউল করিমকে খালাস দিয়েছে বিজ্ঞ আদালত।

২০১৩ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহবুবুর রহমান মারুফ তার মাকে নুডুলস খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ফিসারিতে প্লাস্টিকের বস্তায় ঢাকা অবস্থায় মারুফের গলাকাটা লাশ পাওয়া যায়।

(ঢাকাটাইমস/১৩মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :