নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুন ২০১৯, ১৯:৪২ | প্রকাশিত : ০১ জুন ২০১৯, ১৫:৪৯

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা। শনিবার কার্ডিফে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮.২ ওভারে ৩ উইকেটে ৪৬ রান।

নিউজিল্যান্ড একাদশে চোটের কারণে নেই পেসার টিম সাউদি। হেনরি নিকোলসও একই সমস্যায় থাকতে পারেননি। পেস আক্রমণ শক্তিশালী করায় কিউইদের একাদশে বিশেষজ্ঞ স্পিনার কেবল মিচেল স্যান্টনার। পেস আক্রমণে শক্তি বাড়িয়েছে শ্রীলঙ্কাও। তাদের একাদশে চার পেসার- লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা, ইসুরু উদানা ও সুরঙ্গা লাকমাল।

২০১৫ সালের মতো এবারের বিশ্বকাপেও নিজেদের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লঙ্কানরাও এই ম্যাচ দিয়েই শুরু করতে যাচ্ছে এবারের আসর। চার বছর আগের লড়াইয়ে ক্রাইস্টচার্চের ম্যাচে ৯৮ রানের দাপুটে জয় পেয়েছিল স্বাগতিক কিউইরা। কোরে অ্যান্ডারসনের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ব্রেন্ডন ম্যাককালামরা করেছিল ৩৩১। বিপরীতে কিউই পেস ঝড়ে ৪৬.১ ওভারে মাত্র ২৩৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। কার্ডিফের ম্যাচেও তেমন ফলের প্রত্যাশা করছে কেন উইলিয়ামসনরা।

কারণটা তাদের দুর্দান্ত ফর্ম। আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড। বিপরীতে ছন্দ হারানো শ্রীলঙ্কা নিজেদের হারিয়ে খুঁজছে। বিশ্বকাপ ওয়ার্ম-আপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ধাক্কা আছে কিউইদের। তবে প্রথম ম্যাচে ভারতকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস ‍ঠিকই সঙ্গী পাচ্ছে তারা। ভারতের ভয়ঙ্কর ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়ে তাদের অলআউট করেছিল মাত্র ১৭৯ রানে। যে লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয় ডি সিলভা, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা। (ঢাকাটাইমস/১জুন/এ্রইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :