পাহাড় কেটে বাড়ি নির্মাণ, মাটিচাপায় নিহত ৩

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০১৯, ১৭:১৫

রাঙামাটিতে পাহাড় কেটে বাড়ি নির্মাণের সময় মাটি ধসে চাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে।

রবিবার দুপুর ১ টায় রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সেন্টু (৪০), মো. পাপ্পু (২৫) মো., আংকুর আলী (৫৫)।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে কলেজ রোডের নিচের অংশ কেটে ও কাপ্তাই হ্রদ দখল করে পারভিন আক্তার নামে এক নারী পাকা ভবন নির্মাণ করছিলেন। শ্রমিকরা রবিবার সকালে পিলার স্থাপনের জন্য মাটি খুঁড়ে গর্ত করতে গিয়ে পাহাড়ের মাটি ধসে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন মাটি চাপা পড়েন। আহত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে। খবর পেয়ে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

রাঙামাটি ফায়ার সার্ভির স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে মাটিচাপায় মৃত অবস্থায় তিনজনকে উদ্ধার করে।

রাঙামাটি কোতয়ালি থানার ওসি মীর জাহেদুল হক বলেন, ঘরের মালিক পারভিন আক্তার। ঘটনার পর পরই সে পলাতক।

এদিকে উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ। এ সময় তিনি তিনি সাংবাদিকদের বলেন বাড়ির মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।

ঢাকাটাইমস/০২জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :