শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ২১:০৭
অ- অ+

ছয় বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে নেত্রকোণায় এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে জেলা সদরের মালনী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বৃদ্ধ নুরুল ইসলামকে আটক করার পাশাপাশি পুলিশ শিশুটিকেও উদ্ধার করেছে। আটক নুরুল ইসলাম ওই এলাকার মৃত নোয়াব আলীর ছেলে। তিনি মাছের ব্যবসা করেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, দুপুরে পাশের বাড়ির ছেলে শিশুটিকে নুরুল ইসলাম খেলার ছলে কোলে নিয়ে বলাৎকার করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাকে ভয় দেখায়। শিশুটি যেনো কাউকে না বলে এবং চকলেট কিনে খায় সে জন্য কান্নাকাটি থামাতে তার হাতে ১০ টাকাও তুলে দেয়। কিন্তু শিশুটি ঘরে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি বললে তাৎক্ষণিক থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে আটক করে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘বলৎকারের চেষ্টা করছিল। খবর পেয়েই শিশুটিকে উদ্ধার করে পুলিশ এবং নুরুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।’

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
জলবায়ু উদ্বাস্তু ৮ হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা