এসএসসি ২০২৫: গোপালগঞ্জে শীর্ষে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে গোপালগঞ্জের শিক্ষা অঙ্গনে দারুণ সাড়া ফেলেছে ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’। জেলার ১৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করে শীর্ষস্থান দখল করেছে এই প্রতিষ্ঠানটি।
শুধু এসএসসি নয়, গত বছর এইচএসসি ফলাফলেও জেলায় প্রথম হয়েছিল ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’। ফলে টানা দ্বিতীয়বার প্রতিষ্ঠানটি তার কৃতিত্বের ধারা অটুট রেখেছে।
এ বছর এসএসসিতে প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী। তবে এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, বরং এটি একটি গৌরবগাঁথা— যেখানে প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে অগণিত পরিশ্রম, আত্মত্যাগ এবং এক নিবেদিত শিক্ষাব্যবস্থার নীরব সাধনা।
শিক্ষার্থীদের একাগ্রতা, শিক্ষকদের দায়িত্বশীল দিকনির্দেশনা এবং অভিভাবকদের আন্তরিক সহায়তা— সব মিলিয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশই সম্ভব করেছে এই অর্জন।বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা— তিনটি বিভাগেই শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের ছাপ রেখে ফলাফল অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষার ফলাফল নয়, বরং একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলা। এবারের ফলাফল আমাদের সেই প্রচেষ্টাকে শক্ত ভিত দিয়েছে। আমরা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।
ফলাফল প্রকাশের পর শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, কভিড-পরবর্তীতে নিয়মিত ক্লাস, আইসিটি-নির্ভর পাঠদান, মানসিক স্বাস্থ্যসচেতনতা এবং মূল্যবোধভিত্তিক শিক্ষা— সবই এই সাফল্যের ভিত্তি গড়ে তুলেছে।
শুধু পরীক্ষার প্রস্তুতিতেই নয়, শিক্ষার্থীরা সারা বছর বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, বিতর্ক, বিজ্ঞান মেলা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে— এমন সমন্বিত শিক্ষা দর্শনই এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য।
গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসের একজন কর্মকর্তা বলেন, রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শুধু জেলার গর্ব নয় বরং এটি দেশের কন্যাশিক্ষার অগ্রগতির একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
এই সাফল্যে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরাও গর্ব অনুভব করছেন। অনেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেন— রাবেয়া-আলী শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের শেকড়, আমাদের প্রেরণা। ভবিষ্যতেও এই সাফল্য ধরে রেখে, মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও আলোকিত নাগরিক তৈরির লক্ষ্যে এগিয়ে যেতে চায় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তাদের এই নিরন্তর প্রয়াস ও একাগ্রতায় নতুন আলোর আশ্বাস দেখছে গোপালগঞ্জের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
(ঢাকাটাইমস/১০জুলাই/এসএস)

মন্তব্য করুন