জামালপুরে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ‘ধর্ষণ’

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০১৯, ২১:২৩
অ- অ+
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের বিচার চেয়ে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন ধর্ষিতা।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত জামান পলাতক রয়েছেন।

ধর্ষিতার মা জানান, স্বামী ঢাকায় রিকশা চালায়। পাঁচ বছরের ১ ছেলে ও ২ বছরের একটি মেয়ে নিয়ে পৌর শহরের সীমারপাড়া এলাকায় মিস্টারের বাড়িতে থাকে।

বৃহস্পতিবার ভোরে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জামান। পরে হাতে ছুরি নিয়ে ২ বছরের মেয়ের গলায় ধরে। চিৎকার করলে মেয়েকে হত্যা করবে বলে ভয় দেখায়।

মেয়েকে বাঁচাতে মা আর কোন উপায় না পেয়ে চুপ করে থাকেন। পরে জামান তাকে ধর্ষণ করে।

ধস্তাধস্তির এক পর্যায়ে শব্দ শোনে বাড়ির মালিক মিস্টার এগিয়ে এলে দ্রুত জামান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ধর্ষিতার স্বামী ঢাকা থেকে ফিরে ধর্ষিতা স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলে স্ত্রী বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে।

বকশীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান জাহিদুল জুমান তালুকদার বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডাকলেও ধর্ষক পরিবার থেকে কোন সাড়া দেয়নি।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, এখন পর্যন্ত এ বিষয়ে অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। থানায় এলে অবশ্যই মামলা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরিজ হারের পর ব্যর্থতা স্বীকার করে যা বললেন মিরাজ
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা