সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১০ জুলাই ২০১৯, ২৩:৩০
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে সমেলা ভানু নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

সখীপুর থানার ওসি আমির হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত সমেলা ওই গ্রামের মৃত বাবর আলীর স্ত্রী।

এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের ছেলে হোসেন আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত বাউল বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে একটি টিনের ঘরে দুটি কক্ষ বানিয়ে একপাশে ওই বিধবা ও অন্যপাশে স্ত্রীকে নিয়ে থাকত ছেলে হোসেন আলী। দুর্বৃত্তরা মঙ্গলবার গভীর রাতে সিঁধ কেটে বিধবার ঘরে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় দুর্বৃত্তরা ওই বিধবার গলায় থাকা স্বর্ণের চেইন, পাঁচ হাজার টাকা ও সিএনজিচালিত একটি অটোরিকশার চাবি নিয়ে যায়।

ওসি আমির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা