গাজীপুরে ওসির প্রত্যাহার দাবি

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০১৯, ১৯:৫৫
অ- অ+

যুবলীগ নেতা লিয়াকত হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করাসহ পুলিশের নানা অসহযোগিতা ও স্বার্থান্বেসী মহলের ক্ষতির শিকারের অভিযোগ এনে সদর থানার ওসির পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এসব অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ।

সংবাদ সম্মেলনে মাসুদ রানা এরশাদ ছাড়াও পাঁচজন ডিস ব্যবসায়ী বক্তব্য রাখেন।

লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, ‘৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আমার বড় ভাই লিয়াকত হত্যায় চিহ্নিত সন্ত্রাসী মেহেদী হাসান নাহিদ অস্ত্রের যোগান দেয়। তার বিরুদ্ধে থানায় ২০টির বেশি মামলা রয়েছে। নাহিদ তার বাসায় লিয়াকত হোসেন খুনের দায়ে অভিযুক্তদের আশ্রয় দেয়। এসব ব্যাপারে সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধরকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেননি। এছাড়া ডিস ব্যবসায় আধিপত্য নিয়ে নাহিদ বৈধ ডিস ব্যবসায়ী ও কর্মচারীদের মারধর করে। ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দিলে ওসি কোন ব্যবস্থা নেয়নি।’

তাই একজন দুর্নীতিপরায়ন পুলিশের জন্য গোটা সমাজব্যবস্থা ধ্বংস হতে পারে না। এজন্য ওসির প্রত্যাহার এবং সুষ্ঠু বিচার নিশ্চিতে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। তবে পুলিশ লিয়াকত হত্যা মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন
বগুড়ায় বাড়ির সামনে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ  
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা