বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০১৯, ২১:৫৯
অ- অ+

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ (বিএমএআরপিসি) প্রাঙ্গণে ‘নন্দিত তারুণ্যে প্রদীপ্ত রউফিয়ান’ শীর্ষক ‘নবীনবরণ ও ট্যালেন্ট শো’ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই অধ্যক্ষ লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ স্বাগত বক্তব্যের মাধ্যমে নবীনবরণ ও ট্যালেন্ট শো অনুষ্ঠানের সূচনা করেন।

এরপর প্রধান অতিথি উপস্থিত ছাত্র, শিক্ষক, শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

তিনি বলেন, ‘সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার অঙ্গীকারে একাত্ম হতে হবে।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘নিজ নিজ ধর্ম পালনের ক্ষেত্রে কোন প্রকার গোড়ামিকে প্রশ্রয় দেবে না।’

তিনি আরও বলেন, ‘মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে। তোমাদের বাবা-মা অনেক আশা নিয়ে লেখাপড়া করাচ্ছেন। তোমাদের মা বাবার আশার প্রতিফলন যাতে তোমাদের কর্মজীবনে হয়, সেই ব্রত নিতে হবে।’

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রউফ কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।

তিনি ছাত্রছাত্রীদের সতর্ক করে বলেন, ‘বিজিবিসহ যে-কোনো সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তাই তোমাদের মাদক থেকে সব সময় দূরে থাকতে হবে।’

বিজিবির দুই বীর শ্রেষ্ঠের নামে পিলখানার দুইটি প্রতিষ্ঠানের নামকরণ বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাবধানতা অবলম্বনেরও পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), বিজিবি চিলড্রেন ক্লাব ও লেডিসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সোমা ইসলাম।

এছাড়া অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এএফএম জাহাঙ্গীর আলম, বিজিবির কর্মকর্তাগণ এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০জুলাই/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা