মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা মির্জাপুরের ওসির

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৩:৪৮ | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৯, ১৩:৪৬

টাঙ্গাইলের মির্জাপুর থানায় সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মাদক কারবারি ও সেবনকারী কাউকে ছাড় দেয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।’

বৃহস্পতিবার রাতে মির্জাপুর থানায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সমকালের স্থানীয় সাংবাদিক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন ও বিভিন্ন পত্রিকার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ওসি সায়েদুর রহমান বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ কাজ করে যাচ্ছে। সর্বোচ্চ সাফল্য পেতে পুলিশের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা করতে হবে। এর মধ্যে সাংবাদিকদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।’

(ঢাকাটাইমস/২৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :