বাগমারায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৯, ১৯:৪৩

রাজশাহীর বাগমারা উপজেলায় এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম চম্পা বিবি (৭০)। তিনি উপজেলার উত্তর ফুলপুর গ্রামের মৃত সাইবুল্লাহর স্ত্রী। সোমবার সকালে চম্পার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রবিবার দিবাগত রাত ১০টার দিকে চম্পা বিবির মৃত্যু হয়। ঘটনার পর থেকে তার ছেলে আবুল কাশেম (৫০) পলাতক রয়েছেন। স্থানীয়রা বলছেন, ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা চম্পার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, বিষয়টি তারা নিশ্চিত নন।

প্রতিবেশিরা জানান, স্বামী মারা যাওয়ার পর অনাহারে-অর্ধাহারে দিন কাটতো চম্পা বিবির। সম্প্রতি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক তাকে একটি বিধবা ভাতার কার্ড করে দেন। রবিবার বিধবা ভাতার তিন হাজার টাকা তুলে আনেন চম্পা। এর পর থেকেই টাকাটা দেয়ার জন্য মাকে চাপ দিয়ে আসছিলেন আবুল কাশেম। কিন্তু কিছুতেই টাকা দিতে রাজি হননি চম্পা। এতে ক্ষিপ্ত হয়ে মাকে ধাক্কা দেন কাশেম। তখন পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এরপর পালিয়ে যান ছেলে কাশেম।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে চম্পার শরীরে আঘাতের চিহ্ন না থাকায় এটি হত্যা কি না তা বলা যাচ্ছে না। এ জন্য মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। আর এ নিয়ে থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা তিনি।

ঢাকাটাইমস/০৫আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :