রিমান্ড শেষে ইয়াবাসহ গ্রেপ্তার মেয়রপুত্র নাছির কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১৮:৪৯

রাজধানীর গুলিস্তান থেকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বরগুনার পৌর মেয়রপুত্র নাছির আল মামুনকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকি কনক বড়ুয়া কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

মেয়রপুত্রকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন পল্টন মডেল থানার এসআই মো. আ. জলিল।

শুনানিকালে আসামির পক্ষে মো. সালাউদ্দিন জামিনের আবেদন করেন। উভয়পক্ষে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৭ আগস্ট নাছিরের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ১৬ আগস্ট দুপুরে তিনি ১০০ পিস ইয়াবাসহ গুলিস্তান থেকে গ্রেপ্তার হন। ওই ঘটনায় পল্টন থানার এসআই জাহাঙ্গীর আলম ১৭ আগস্ট মামলাটি দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :