অসদাচরণ: হাইকোর্টের তিন বিচারপতিকে সাময়িক অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ১০:২২| আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১২:২৩

হাইকোর্টের তিন বিচারপতিকে তাদের বিচারিক কাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, এ কে এম জহুরুল হক ও কাজী রেজাউল হক।
অসদাচরণের অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কার্যতালিকায় দেখা যায়, তালিকায় এই তিন বিচারপতির নাম নেই।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, তিন বিচারপতিকে আপাতত বিচারকাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে কিছু বিষয়ে তদন্ত চলছে।
ঢাকাটাইমস/২২আগস্ট/এমআর

মন্তব্য করুন