সাভারে বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৯, ১২:০৭
অ- অ+
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় বাসচাপায় মঞ্জুরুল ইসলাম এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার নুর ইসলামের ছেলে। তিনি ফোর গ্রুপের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে বলিভদ্র থেকে ডিইপিজেড যাচ্ছিলেন মঞ্জুরুল। পেছন থেকে দ্রুতগতিতে আসা রকি এন্টারপ্রাইজ পরিবহনের দূরপাল্লার একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সেই সঙ্গে বাসটিকেও জব্দ করি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/২৪আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা