‘রোহিঙ্গাদের ইন্ধনদাতা এনজিওদের বিরুদ্ধে ব্যবস্থা’

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৯:৪৫ | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৯, ১৯:৪৩
ফাইল ছবি

কিছু এনজিও রোহিঙ্গাদের উস্কানি দিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে তদন্ত করে কারও সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

শুক্রবার বিকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী। এদিন তিনি সিলেটে শোকের মাস আগস্ট উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন।

গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের আগস্ট মাস থেকে পরবর্তী কয়েক মাস লাখ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নেয়। সবমিলিয়ে ১২ লাখের বেশি রোহিঙ্গা এখন কক্সবাজারে রয়েছে। তাদের নিজ দেশে মিয়ানমারে পাঠানোর ব্যাপারে ইতিমধ্যে দুইবার তারিখ হলেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়নি। এ ব্যাপারে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেসব বেসরকারি সংস্থা শর্তের বাইরে গিয়ে রোহিঙ্গাদের নানাভাবে ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

রোহিঙ্গাদের সরবরাহের জন্য দেশীয় অস্ত্র তৈরি হচ্ছিল। সেগুলো রোহিঙ্গা শিবিরে নেয়ার পরিকল্পনা ছিল। তবে এর আগেই পুলিশের হাতে ধরা পড়ে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যে সংস্থাটি রোহিঙ্গাদের সরবরাহের জন্য দেশীয় অস্ত্র তৈরি করেছে তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

মুহিবুল্লাহ নামে এক নেতা রোহিঙ্গাদের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আবদুল মোমেন বলেন, ‘মুহিবুল্লাহ অন্যায় করে থাকলে তাকেও শাস্তি দেয়া হবে। এ ব্যাপারে তদন্ত চলছে।’

তবে রোহিঙ্গাদের মধ্যে নেতৃত্ব বেরিয়ে আসায় নেতিবাচক কিছু দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, এর দ্বারা আলোচনার মাধ্যমে তাদের নিজ দেশ মিয়ানমারে পাঠানো সহজ হবে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :