স্ত্রীর সাবেক প্রেমিককে বুকে জড়ালেন অভিষেক

ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু প্রথম বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় করেছেন। মুম্বাইতে তাকে সম্মান জানাতে অতি সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে খেলার জগতের পাশাপাশি উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। হাজির ছিলেন বিবেক ওবেয়র, সুরেশ ওবেরয়, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।
সেই অনুষ্ঠানে ঢোকার সময় রেড কার্পেটে বিবেক ওবেরয় ও অভিষেক বচ্চন একে অপরকে জড়িয়ে ধরে অভিবাদন জানান। এই দৃশ্য স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।
অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বরিয়া রিয়া রাইয়ের সাবেক প্রেমিক অভিনেতা বিবেক ওবেরয়। সম্পর্ক থাকাকালীন ঐশ্বরিয়াকে মারধর করার অভিযোগ উঠেছিল বিবেকের বিরুদ্ধে। কিন্তু পরে সেই সম্পর্ক টেকেনি। এরপরই অভিষেকের সঙ্গে বিয়ে হয়ে যায় ঐশ্বরিয়ার।
তারপরে থেকে এভাবে অভিষেক ও বিবেককে সামনাসামনি পাপারাৎজিরা ক্যামেরাবন্দি করতে পারেননি। মুম্বাইয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি পরে বিবেক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তার সাড়ে চার বছরের মেয়েও যে ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর ভক্ত সেকথাও জানিয়ে দেন।
ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

দর্শক খরায় ভুগছে ‘প্রেম চোর’

তোমাদের জন্যই ফিরছি, ভক্তদের সুস্মিতা

মানবিক নুসরাত জাহান

পরিচালনায় আসতে ভয় পাই: শাহরুখ

‘পানিপথ’ নিষিদ্ধ চান ভারতীয় মন্ত্রী

মিস ইউনিভার্স হলেন আফ্রিকার জোজিবিনি

এই পুরস্কার জীবনের সবচেয়ে বড় অর্জন: সায়মন

‘ম্যাগনেট’ আনছেন শাকিব খান

দীপিকার রূপে ঘায়েল রণবীর
