যশোরে বন্ধুর বাড়ি বেড়াতে এসে যুবক খুন

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৪
অ- অ+

যশোরের ঝিকরগাছায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে খুন হলেন ইলিয়াস হোসেন নামে এক যুবক। তিনি যশোর সদর উপজেলার নরসিংহকাটি ঘোপ গ্রামের আবু বকরের পুত্র।

এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের স্বাধীন ও প্রিন্স মাহমুদ মিরাজ।

এর আগে শুক্রবার ভোরে ঝিকরগাছা-মনিরামপুর সড়কের ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রাম এলাকা থেকে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

দুপুরে গোপন সংবাদে খবর পেয়ে পুলিশের বিশেষ অভিযানে স্বাধীন ও মিরাজকে আটকের পর ওই লাশের পরিচয় মেলে।

নিহতের পিতা আবু বকর জানান, তার ছেলে ইলিয়াস হোসেন ও ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের স্বাধীন যশোর ঝুমঝুমপুর ডানলফ পেইনটিং ফ্যাক্টরিতে একই সাথে কাজ করে। গত বৃহস্পতিবার কাজ শেষে ইলিয়াস ও স্বাধীন তাদের বাড়িতে গিয়েছিল। এরপর ইলিয়াসকে সাথে নিয়ে স্বাধীন ঝিকরগাছায় তাদের বাড়িতে আসে। হয়তো দামি মোবাইলের কারণে তার ছেলেকে খুন হতে হয়েছে বলেও নিহতের পিতা আবু বকর জানান।

এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা