ছয় মাসে ধর্ষিত ৭৯১ নারী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৮
অ- অ+

গাজীপুরের কাপাসিয়ায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষের দায়িত্ব ও ভূমিকা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের ’ব্রাক হোল্ডার জাস্টিস ও ডাইভার্সিটি’ এ কর্মসূচির’ আয়োজন করে। সেখানে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ৭৯১ জন নারী ধর্ষিত হয়েছেন।

সোমবার উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সভাপতিত্ব করেন।

ব্রাকের জেন্ডার টেকনিক্যাল ম্যানেজার মো. জহিরুল আকন্দের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিইপি পোগ্রাম অর্গানাইজার সুনীল সরকার, কাপাসিয়া ব্রাকের ফরিদ মোল্লা, ইমাম নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য প্রমুখ।

সভায় নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ, যৌন হয়রানি, ধর্ষণ রোধে সচেতনা সৃষ্টির বিষয়ে আলোচনা ও সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

সভায় এক প্রতিবেদনে বলা হয়, নারীরা শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। ২০১৯ সালে প্রথম ছয় মাসে ৭৯১ জন নারী ধর্ষিত হয়েছে, ধর্ষণের পর খুন করা হয়েছে ৪৬ জনকে। ধর্ষণের পর আত্মহত্যা করেছে সাতজন, গৃত নির্যাতনের শিকার হয়ে স্বামীর হাতে খুন হয়েছে ১১২ জন। আর যৌন হয়রানির শিকার হয়েছে ১৪৭ জন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা