নারীর ক্ষমতায়নে তাবাসসুম উর্মিদের হয়রানি না করার আহ্বান ফ্রিডম ইন্টারন্যাশনালের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৫, ১৭:২৭
অ- অ+

বাংলাদেশসহ পৃথিবীর ১৩০টি দেশে কাজ করে আন্তর্জাতিক মাদকবিরোধী সংগঠন ফ্রিডম ইন্টারন্যাশনাল এন্টি অ্যালকোহল। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী এই সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. মো. আনোয়ার হোসেন এক ভিডিও বার্তায় বলেছেন, বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন নিয়ে আওয়াজ পরিলক্ষিত হলেও তৃতীয় বিশ্বের কর্মজীবী নারীরা এখনো অনেকটা নিগৃহীত অবস্থায় রয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, বাংলাদেশের একজন কর্মজীবী নারী তাপসী তাবাসসুম উর্মি মাত্র কয়েকটি শব্দ ফেসবুকে পোস্ট করার দায়ে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। একই সঙ্গে নবীন এবং অনভিজ্ঞ একজন কর্মচারীর বিরুদ্ধে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞাসহ সাত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটা পৃথিবীর ইতিহাসে বিরল।

ফ্রিডম ইন্টারন্যাশনালের সেন্ট্রাল ওয়েবসাইটে (www.freedomintl.org) প্রকাশ করা ওই ভিডিও বার্তায় আনোয়ার হোসেন বলেছেন, যেখানে বাংলাদেশে হাজারো মামলা বছরব্যাপী অলস পড়ে রয়েছে। একেকজন খুনি চার্জ গঠন তো দূরে কথা, ২০ বছর প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন। সেখানে একটা সাধারণ মামলায় শুনানির দ্বিতীয় তারিখেই তাপসীর বিরুদ্ধে চার্জ গঠনের তৎপরতাও পরিলক্ষিত হয়েছে। এমনকি দ্বিতীয় তারিখের পর মাত্র ছয় দিনের ব্যবধানে শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই তিনি এ মামলাটি বাংলাদেশের চলমান অন্যান্য মামলার ন্যায় স্বাভাবিক গতিতে চালাতে ও নারীর ক্ষমতায়নে উৎসাহ প্রদান করতে তাপসী তাবাসসুম উর্মিকে হয়রানি না করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান।

একই সঙ্গে ফ্রিডম ইন্টারন্যাশনালের এই প্রেসিডেন্ট বিশ্বব্যাপী কর্মজীবী নারীর হয়রানি বন্ধে তার অধীন্থ ফ্রিডম ইন্টারন্যাশনালের ১৩০টি দেশের শাখাগুলোকে সক্রিয় হওয়ার নির্দেশনা দেন।

(ঢাকাটাইমস/৯মার্চ/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে স্থগিত হয়ে গেল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিন: যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্ব পরিচালনার দাবি
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা