ময়মনসিংহে সড়কের পাশে মিলল নবজাতক

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৯, ১৯:২৫

ময়মনসিংহে খড়ের গাদায় পড়ে ছিল এক নবজাতক। তাকে কুড়িয়ে পেলেন এক দম্পতি। দুই দিন বয়সী ছেলে নবজাতকটিকে মাতৃস্নেহে নিজের সন্তানের মতো কোলে তুলে নিয়েছেন হাসিম উদ্দিন ও হোসনা বেগম বেগম দম্পতি।

শুক্রবার জেলার ফুলপুর উপজেলার মোকামিয়া দক্ষিণপাড়া গ্রামে রাস্তার পাশে পড়েছিল এই নবজাতক। তার কান্নার আওয়াজ পান মুদি দোকানি ও তার গৃহবধূ স্ত্রী এই দম্পতি।

দম্পতি জানান, তাদের পাঁচ ছেলে সন্তানের সঙ্গে যুক্ত হলো আরেক সন্তান। নতুন সন্তানের নাম রাখা হয়েছে ইমন। ধারণা তাদের, ছেলেটি ভূমিষ্ট হয়েছে দুইদিন আগে। তার নাভি বাঁধা। হয়তো কোন স্বামী পরিত্যক্ত হতভাগ্য মায়ের কোলে জন্মানোই শিশুটির এই পরিণতি।

খবর পাওয়ার পর নবজাতককে একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় হয়। উপজেলা ও পুলিশ প্রশাসনও আসে সেখানে।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত জানান, নবজাতকটি সুস্থ আছে। তার জন্মগত কোন ত্রুটি নেই। স্থানীয় ও জেলা সমাজ সেবা অফিস নবজাতকটির খোঁজ নিচ্ছে।

ময়মনসিংহ সমাজসেবা বিভাগের প্রফেশনাল অফিসার মাহফুজ ইবনে আইয়ুব জানান, শুক্র ও শনিবার আদালত বন্ধ। তাই রবিবার পর্যন্ত শিশুটি হাসপাতালে থাকবে।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শিশুটিকে কেউ দত্তক নিতে চাইলে তা আদালতের মাধ্যমে নিতে হবে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :