সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৯, ১৭:১৫
অ- অ+

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়াম প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ ) আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না।

এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশের উন্নয়ন ধারা অব্যাহত রেখে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করছেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করার লক্ষ্য কাজ করে যাচ্ছে সরকার। সেভাবে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘সিরাজগঞ্জ জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির নিরলস প্রচেষ্টায় বিভিন্ন উন্নয়মূলক কাজ দিন দিন করে যাচ্ছে এবং সোসাইটি ভলান্টিয়ার টিম সুন্দরভাবে কাজ করার জন্য তাদের সাধুবাদ জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি মোস্তফা কামাল খান, কেএম হোসেন আলী হাসান, আইএফ আরসি সিনিয়র প্রোগ্রাম অফিসার শরীফ খান, পোস্ট মাস্টার জেনারেল মাজেদুল হক, সহকারী পরিচালক রবিউল আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা