এক সপ্তাহ পর হিলিতে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৯, ১৫:৩১

দুর্গাপূজা উপলক্ষে সাত দিন বন্ধ থাকার পর শনিবার বেলা ২টার পর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। এতে কর্মচঞ্চলতা ফিরতে শুরু করে বন্দরে। তবে বন্দরটির কার্যক্রম স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারত অভ্যন্তরে আমদানি-রপ্তানি প্রধান সড়কগুলোতে দুর্গাপূজার প্রতিমা পেন্ডেল তৈরির কারণে ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাত দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার জন্য ভারতীয় ব্যবসায়ীরা আমাদের একটি চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিলেন। সেই পত্রের আলোকে বন্দরের কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ ঘোষণা রাখা হয়েছিল।

শনিবার বন্দরের ছুটি শেষ হওয়ায় দুপুরের পর থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু করা হয়েছে। বন্দর থেকে পণ্য ছাড় করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

এদিকে স্বাভাবিক দিনের মতো ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :