লক্ষ্মীপুরে গুলিতে ডাকাত নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ০৮:৫২
অ- অ+
ফাইল ছবি

লক্ষ্মীপুরে ডাকাত দলের দুই পক্ষে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সদর উপজেলার দত্তপাড়ার বকুলতলা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, ডাকাতদের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে নিহত ডাকাতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা