হাসপাতালে দুদকের অভিযান: চিকিৎসকরা আসেন পরে, যান আগে

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ২২:১৯

ময়মনসিংহের ফুলপুর উপজেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার এ অভিযান চালানো হয়। এসময় দুজন চিকিৎসককে অনুমতি ছুটি ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত পায় দুদক। বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট মেশিন যাচাই করে অনেক চিকিৎসক নির্ধারিত সময়ের পরে আসেন এবং সময় শেষ হবার অনেক আগেই চলে যান। এছাড়াও ৫০ শয্যার ওই হাসপাতালে খাবার সরবরাহেও অনিয়মের প্রাথমিক প্রমাণ পায় সংস্থাটি।

দুদক টিমের অভিযানের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে দাপ্তরিক সময়সূচি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে আগমন ও প্রস্থানের সময় বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করার জন্য অফিস আদেশ জারি করেন।

দুদুক জানায়, একজন ভুক্তভোগী অভিযোগ করেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা যথাসময়ে আসেন না, রোগীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ থাকলেও সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা অনুপস্থিত থাকেন।

এ প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :