কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে হচ্ছে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ০৯:৩৫
অ- অ+

সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে আটক ওয়ার্ড কাউন্সিল তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করবে র‌্যাব। বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসা থেকে আটকের সময় অস্ত্র ও মদ পাওয়া যাওয়ায় এই মামলা হচ্ছে।

অভিযান পরিচালনাকারী র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, প্রাপ্ত আলামতে ওপর ভিত্তি করে রবিবার ভাটারা থানায় মামলা দুটি দায়ের করা হবে।

সারওয়ার আলম বলেন, ‘আপাতত আমরা আজকে যা পেয়েছি, অবৈধ অস্ত্র পেয়েছি, তাই অস্ত্র আইনে এবং মাদক পাওয়ার কারণে মাদক আইনে দুটি মামলা দায়ের করা হবে। আজকেই ভাটারা থানায় এই মামলাগুলো দায়ের করা হবে।’

কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে প্রাপ্ত অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অন্যান্য যেসব অভিযোগ রয়েছে, সে অভিযোগ যখন আসবে, তখন সেগুলো নিয়ে মামলায় সমন দেখানো হবে।’

অর্জিত আয়ের উৎস মুদ্রা পাচার কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। বলেন, ‘এই যে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এবং এই অর্থ সে কোথায় খরচ করেছে এবং যদি এখানে মানিলন্ডারিং ও মুদ্রা পাচারের কোনো বিষয় থাকে তখন মানিলন্ডারিং মামলা কিন্তু দায়ের করা হবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডের আলোচিত এই কাউন্সিলকে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক করে র‌্যাব। পরে রাতভর মোহাম্মদপুরে তার বাসা ও অফিসে অভিযান চালানো হয়। তবে সেখানে তেমন কিছু পায়নি সংস্থাটি।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা