কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে হচ্ছে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ০৯:৩৫

সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে আটক ওয়ার্ড কাউন্সিল তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করবে র‌্যাব। বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসা থেকে আটকের সময় অস্ত্র ও মদ পাওয়া যাওয়ায় এই মামলা হচ্ছে।

অভিযান পরিচালনাকারী র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, প্রাপ্ত আলামতে ওপর ভিত্তি করে রবিবার ভাটারা থানায় মামলা দুটি দায়ের করা হবে।

সারওয়ার আলম বলেন, ‘আপাতত আমরা আজকে যা পেয়েছি, অবৈধ অস্ত্র পেয়েছি, তাই অস্ত্র আইনে এবং মাদক পাওয়ার কারণে মাদক আইনে দুটি মামলা দায়ের করা হবে। আজকেই ভাটারা থানায় এই মামলাগুলো দায়ের করা হবে।’

কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে প্রাপ্ত অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অন্যান্য যেসব অভিযোগ রয়েছে, সে অভিযোগ যখন আসবে, তখন সেগুলো নিয়ে মামলায় সমন দেখানো হবে।’

অর্জিত আয়ের উৎস মুদ্রা পাচার কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। বলেন, ‘এই যে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এবং এই অর্থ সে কোথায় খরচ করেছে এবং যদি এখানে মানিলন্ডারিং ও মুদ্রা পাচারের কোনো বিষয় থাকে তখন মানিলন্ডারিং মামলা কিন্তু দায়ের করা হবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডের আলোচিত এই কাউন্সিলকে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক করে র‌্যাব। পরে রাতভর মোহাম্মদপুরে তার বাসা ও অফিসে অভিযান চালানো হয়। তবে সেখানে তেমন কিছু পায়নি সংস্থাটি।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জুনে ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস  

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থতার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি

কুড়িগ্রামে দলবদ্ধ ধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা: তদন্ত কমিটি গঠনের নির্দেশ মানবাধিকার কমিশনের

এক শ্রেণির মানুষ সব সময় আইনের ঊর্ধ্বে থাকছে: জিএম কাদের

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

ঘূর্ণিঝড় রেমালে ৬ হাজার ৮৮০ কোটি টাকার ক্ষতি: ত্রাণ প্রতিমন্ত্রী

আগামীতে মধ্যবিত্তরাও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে: প্রতিমন্ত্রী

মালয়েশিয়া যেতে না পারা সংক্ষুব্ধ কেউ মামলা করলে ব্যবস্থা নেব: সিআইডি প্রধান

আট বিভাগে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণও হবে

ট্রেনে ঈদযাত্রা: অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :