গ্রামীণফোনের তৃতীয় প্রান্তিকে লাভ ৭৩০ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১৮:৫৪
অ- অ+

দেশে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রামীণফোন চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী মুনাফা করেছে ৭৩০ কোটি টাকা। আর প্রথম নয় মাসে মোট ১০ হাজার ৭৫০ কোটি টাকা আয় করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে ৯ শতাংশ বেশি।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন আরও জানায়, আলোচ্য সময়ে অপারেটরটির গ্রাহকসংখ্যা ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫৭ লাখ। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে গ্রামীণফোনের নতুন গ্রাহক হয়েছে ৪ লাখ।

এ সময়ে প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৯ লাখ। মোট গ্রাহকের ৫৩ দশমিক ৭ শতাংশ ইন্টারনেট সেবা ব্যবহার করছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল প্যাট্রিক ফোলি বলেন, ‘প্রতিকূল নিয়ন্ত্রকমূলক পরিবেশ সত্ত্বেও আমরা তৃতীয় প্রান্তিকে শক্তিশালী ব্যবসায়িক ফলাফল অর্জন করেছি। নেটওয়ার্ক সম্প্রসারণে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বা এনওসি দেওয়া বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হলেও গ্রামীণফোন দেশের ৯৯ দশমিক ৫ শতাংশ গ্রাহককে তার নেটওয়ার্কের আওতায় মোবাইল সেবা দিচ্ছে।’

৬৯ শতাংশ জনগোষ্ঠী তাদের ফোর-জি নেটওয়ার্কের আওতায় রয়েছে জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেণ, ‘ভয়েস সেবা থেকে আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে এবং এর পাশাপাশি ইন্টারনেট সেবা ব্যবহারসহ ইন্টারনেটভিত্তিক আয়ও বাড়ছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ দশমিক ৯ শতাংশ মার্জিনসহ তৃতীয় প্রান্তিকে তাদের কর–পরবর্তী মোট মুনাফা হয়েছে ৭৩০ কোটি টাকা। আর এই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৩৮ টাকা।

প্রতিষ্ঠানটির দাবি, কর, ফি বা মাশুল, ফোর-জি লাইসেন্স এবং তরঙ্গ বরাদ্দের মূল্য বাবদ গ্রামীণফোন বছরের প্রথম ৯ মাসে মোট ৬ হাজার ১৪০ কোটি টাকা সরকারকে দিয়েছে, যা তাদের মোট আয়ের ৫৭ শতাংশ।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা