কক্সবাজার থেকে ইয়াবা এনে বেচতেন সংগীতশিল্পী রুপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৯, ১৮:৪১
অ- অ+

আটক বিটিভির তালিকাভুক্ত শিল্পী সুর্বণা হক রুপা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া তার বাসায় মাদক সেবনের ব্যবস্থা ছিল বলেও দাবি করেছে সংস্থাটি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও এলাকার তিলপাপাড়ার এক নম্বর ব্লকের ১০ নম্বর রোডের ৬০২/এ নম্বর বাড়ি থেকে রুপাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার আরেক সহযোগী রুবেলকে আটক করা হয়।

রুপার দাবি, এ পর্যন্ত তার নয়টি গানের অ্যালবাম বের হয়েছে। তাছাড়া বিভিন্ন টিভি চ্যানেলেও গান পরিবেশন করেন। ইয়াবা ব্যবসার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।

রুপা জানান, তিনি কক্সবাজারে থাকেন। ডায়াবেটিকের রোগী। দুদিন আগে চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন। তবে তিলপাপাড়ার ওই বাসায় ভাড়া থাকার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রমনা সার্কেলের পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম বলেন, ‘রুপার বাড়ি নোয়াখালী হলেও তার শ্বশুড়বাড়ি কক্সবাজার। তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে-মেয়েও সেখানে থাকে। তার স্বামী সৌদি প্রবাসী। সুবর্ণা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর ওই বাসায় এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারি বিক্রি করতেন।’

তার বাসায় ইয়াবা সেবনেরও ব্যবস্থা ছিল জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘অভিযানে তার কাছ থেকে ১০৭ পিস ইয়াবা ও বাসা থেকে ইয়াবা সেবনের বেশ কিছু ফয়েল পেপার উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই বাসার নিচ থেকে রুবেলকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।’ আটক দুজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদক আইনে মামলা হবে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২
এনবিআরের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার 
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা