রাজধানীতে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ‘ধর্ষণ’, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৯, ২১:০১
অ- অ+

রাজধানীর হাজারীবাগে একটি নির্মাণাধীন ভবনে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত নয়টায় হাজারীবাগের বালুর মাঠ এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন প্রেমিক রনি, তার বন্ধু নাজির ও সাগর।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া জানান, ভুক্তভোগী তরুণী রায়েরবাজার এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি হাতমোজা তৈরির কারখানায় চাকরি করেন।

পুলিশ জানায়, সম্প্রতি রনি নামের স্থানীয় এক ছেলের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের কারণে শুক্রবার রাত নয়টার দিকে রনি তাকে হাজারীবাগ বালুর মাঠ এলাকায় নিয়ে যান।

ঘটনার বিষয়ে ওই তরুণী পুলিশকে জানান, সেখানে আগে থেকেই রনির দুই বন্ধু নাজির ও সাগর উপস্থিত ছিল। এ সময় প্রেমিক রনি ও তার বন্ধু নাজির তাকে ধর্ষণ করে।

ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই তরুণীকে হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি একরাম আলী মিয়া।

ঢাকাটাইমস/২নভেম্বর/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা