ফরিদপুর মেডিকেলের নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৯, ১০:১০| আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১২:০৬
অ- অ+
ফরিদপুর মেডিকেলের শিক্ষার্থী নয়ন চন্দ্র (ফাইল ছবি)

নিখোঁজের দুই দিন পর ফরিদপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী নয়ন চন্দ্র নাথের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায় বাইপাস সড়কের পাশে একটি করাত কলে কাঠের সঙ্গে গলায় রশি দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এনায়েত হোসেন জানান, সকালে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নয়নকে। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ গতকাল ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে।

নয়নের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর এলাকায়। তার বাবার নাম মৃত দিলীপ চন্দ্র নাথ।

নয়নের বন্ধু মো. ওয়াকিফ উল আলম গতকাল জানিয়েছিলেন, বেশ কিছু দিন ধরেই নয়ন মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তার ইচ্ছে ছিল একজন সার্জন হওয়ার। কিন্তু আঙ্গুলে সমস্যা থাকার কারণে সার্জন হতে পারবে না এমনটা জানার পর থেকেই নয়ন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

বৃহস্পতিবারের সিসিটিভির ফুটেজ অনুযায়ী, সেদিন সকাল নয়টার দিকে থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি শার্ট পড়ে ছাত্রাবাস থেকে বের হয় নয়ন। এসময় তিনি মোবাইল ফোন ও মানিব্যাগ রুমে রেখে যান।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার নয়নের পরীক্ষা ছিল। কিন্তু সে পরীক্ষায় অংশ নেয়নি। দুপুর একটার দিকে ছাত্ররা আমাকে জানায় নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। এছাড়া বিষয়টি র‌্যাব, জেলা প্রশাসন, পুলিশ সুপার, মহাপরিচালক-স্বাস্থ্য অধিদপ্তরসহ ঊর্দ্ধতন মহলে জানানো হয়।

ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা