ইবিতে ‘বন্ধুত্ব’ শিরোনামে দেয়ালিকা প্রকাশ

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৯, ১৯:২৯
অ- অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বন্ধুত্ব’ শিরোনামে দেয়ালিকা প্রকাশ করেছে ক্যাম্পাসের শিল্প ও সাহিত্যবিষয়ক সংগঠন ‘স্বপ্ন সাহিত্য পর্ষদ’। শনিবার দুপুরে টিএসসিসির করিডোরে এটি উদ্বোধন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ।

সংগঠনের সভাপতি অনি আতিকুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, একই বিভাগের অধ্যাপক শেখ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক বাকী বিল্লাহ বিকুল, স্বপ্ন পর্ষদের সহ-সভাপতি জি কে সাদিক ও সাধারণ সম্পাদক আইনুন নাহার।

জানা গেছে, সংঠনটির প্রথম বর্ষের সদস্যদের উদ্যোগ ও পরিকল্পনায় দেয়ালিকাটি প্রকাশ করা হয়েছে। এতে ‘বন্ধুত্ব’ বিষয়ে নিজেদের লেখা কবিতা, গল্প ও স্মৃতিচারণমূলক নিবন্ধ স্থান পেয়েছে।

দেয়ালিকা উদ্বোধন অনুষ্ঠানে ‘স্বপ্ন সাহিত্য পর্ষদ’র অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আবু নাইম, ইমানুল সোহান, আরমান, জাহিদ, খাদিজা, লতিফা, রিফতি, শরিফ, হিমু, সোহাগ, কুলছুম, ওয়াহিদা আশা, রেজওয়ান, কাফী, রাজু, আকাশ, হৃদয়, ফারিয়া, নুসরাত নাইস, পলাশ, রায়হান, ওবাইদুল, সাখাওয়াত, নিরব প্রমুখ।

উদ্বোধনকালে অতিথিবৃন্দ বলেন, ‘তোমরা যারা শিল্প-সাহিত্যের সাথে আছো, তাদের ‘নতুন সত্য’ উপস্থাপন করা শিখতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে নতুনভাবে ও নিজেদের আঙ্গিকে লিখতে হবে। অনেক বেশি পড়াশোনার মাধ্যমে তোমাদের জানার জগৎ বাড়াতে হবে। আমরা আশাবাদী ‘স্বপ্ন সাহিত্য পর্ষদ’ টিকে থাকবে এবং এটি একসময় বড় প্রতিষ্ঠানে রূপ নিবে।’ এসময় তারা ‘বন্ধুত্ব’ শীর্ষক দেয়ালিকার প্রশংসা করেন।

প্রসঙ্গত, ‘স্বপ্ন’ সাহিত্য পর্ষদ ২০১৬ সালে বাংলা বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির উদ্যোগে ইতোমধ্যে ‘স্বপ্ন’ ও ‘শব্দতট’ নামে দুটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে এবং তৃতীয় সংখ্যার কাজ চলমান রয়েছে। এছাড়াও সাপ্তাহিক সাহিত্য আড্ডা, কবি-সাহিত্যিকদের জন্মভূমি ভ্রমণ ও দেয়ালিকা প্রকাশের কাজটি করে আসছেন সংগঠনটির সদস্যরা।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা