সাফটা চুক্তি
আসছে ‘জানবাজ’, যাচ্ছে ‘মনে রেখো’

১৯৯৩ সালের পর থেকে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভূক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদিত হচ্ছে। এই চুক্তির আওতায় দেশগুলোর মধ্যে চলচ্চিত্রের আদান প্রদানও হচ্ছে বহু বছর ধরে। আর এটা সবচেয়ে বেশি হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে। বিশেষ করে কলকাতার বাংলা ছবিগুলো বাংলাদেশে আসছে এবং কলকাতায় যাচ্ছে বাংলাদেশি ছবি।
সেই সাফটা চুক্তির আওতায় এবার কলকাতা থেকে বাংলাদেশে আসছে ‘জানবাজ’ এবং বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছে ‘মনে রেখো’। ‘জানবাজ’ ছবিটি পরিচালনা করেছেন অনুপ সেনগুপ্ত। এতে অভিনয় করেছেন প্রেমিক-প্রেমিকা জুটি বনি সেনগুপ্ত ও কৌসানী মুখার্জি। ‘জানবাজ’ আগামী ২২ নভেম্বর দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে হার্টবিট প্রোডাকশন।
ভারতের একটি কয়লাখনিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘জানবাজ’ ছবির গল্প। অ্যাকশনধর্মী এই ছবিটি দুই সপ্তাহ আগে কলকাতায় মুক্তি পায়। বাংলাদেশে ছবিটি নিয়ে বেশ আশাবাদী হার্টবিট প্রোডাকশনের চেয়ারম্যান তাপসী ফারুক। তিনি বলেন, ‘কলকাতায় টানা দুই সপ্তাহ ভালো চলছে ছবিটি। বাংলাদেশে মুক্তির পর নতুন ছবি হিসেবে আমাদের দর্শকও এটি দেখবেন বলে আমার বিশ্বাস।’
অন্যদিকে বাংলাদেশি ছবি ‘মনে রেখো’র নায়কও কলকাতার বনি সেনগুপ্ত। নায়িকা এপার বাংলার মাহিয়া মাহি। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দুই বাংলার দুই তারকা। কলকাতায় ‘মনে রেখো’র পরিবেশক ইকো এন্টারটেইনমেন্ট। বাংলাদেশে ‘জানবাজ’ মুক্তির দুই সপ্তাহ পরে ছবিটি কলকাতায় মুক্তি পাবে। ‘মনে রেখো’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ঈদুল আজহায়। এই ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন।
ঢাকাটাইমস/১৮নভেম্বর/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

জ্বর নিয়ে ‘ক্যাসিনো’ করছেন নিরব

আনুশকার চোখে স্টাইলিশ কারা?

জ্যেষ্ঠপুত্র: চলচ্চিত্রে ও জীবনে

সহকারী পরিচালক সমিতির নির্বাচন শুক্রবার

রণবীর সিংকে চেনা দায়

অনুর বদলে বিচারক হিমেশ

‘ধর্ষককে সাহায্য করতে সঙ্গে কনডম রাখুন’

ফের একসঙ্গে রণবীর-দীপিকা

‘শক্তিশালী প্রতিযোগিতা করতে চাই’
