সিনিয়রদের খেলায় হতাশ পাপন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১৩:২৩ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৯, ১২:৪৭

ইডেন টেস্টের গোলাপি রঙে নিজেদের রঙিন করতে ব্যর্থ টাইগার শিবির। কলকাতায় প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের ব্যাটসম্যানদের। খেলোয়াড়দের এমন পারফর্মেন্সে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতির মতে, ইডেন টেস্টে ইমরুল কায়েস, মুমিনুলদের মত সিনিয়র খেলোয়াড়দের পারফর্মেন্স তাকে হতাশ করেছে।

ইডেনে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে যায় ১০৬ রানে। দ্বিতীয় ইনিংসে ১৫২ রানেই নেই ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫৯ রান নিয়ে অপরাজিত মুশফিক। ৩৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন রিয়াদ। মুশফিক – মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে আশা জাগালেও পাপন এর মতে রিয়াদ, মুশফিক, ইমরুল, মুমিনুলের কাছে বেশি প্রত্যাশা ছিল এই টেস্টে। যা বিসিবি সভাপতি কে হতাশ করেছে।

কলকাতায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন- সিনিয়রদের ব্যাপারে ভিন্ন ধারণা ছিল। ভারত যত ভালো বলই করুক, যেহেতু ওরা ভালো বল খেলে এসেছে এত বছর ধরে তাই ভারতের বোলারদের মোকাবেলা করতে পারবে। প্রত্যাশামত কিছুই পাইনি। প্রথম ইনিংস তো ভালো হয়নি, দ্বিতীয় ইনিংসও হয়নি।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :