লিবিয়ায় ড্রোন হামলায় নিহত বাবুলালের দাফন সম্পন্ন

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ২৩:৫৫

লিবিয়ায় ড্রোন হামলায় নিহত বাংলাদেশি বাবুলাল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকালে জানাজা শেষে রাজশাহীর বাগমারা উপজেলার বিষুপাড়া মহল্লায় তাকে দাফন করা হয়। এ সময় এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বাবুলাল হোসেনের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র নাজিম উদ্দিন জানায়, বৃহস্পতিবার সকাল ৯.৪০ মিনিটের একটি বিমানে লিবিয়া থেকে তার বাবার মরদেহ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা সেরে তার মা নাজমা বেগম কফিন গ্রহণ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে রাত সাড়ে নয়টায় মরদেহ বিষুপাড়া গ্রামে পৌঁছায়।

বাবুলালের স্ত্রী নাজমা বেগম জানান, দশ বছর আগে তার স্বামী লিবিয়ায় যান। এর মধ্যে দেশে ফেরেন নি। তাদের নিজস্ব কোনো জমি না থাকায় পাশের জামগ্রাম নামক স্থানে বাড়ি করার জন্য পাঁচ শতক জমি কিনেছেন। সেখানে বাড়ি করার পর তিনি দেশে ফিরতেন। গত ১৮ নভেম্বর সকালে ওই জমি রেজিস্ট্রি হয়। ওই দিনই তিনি ড্রোন হামলায় নিহত হন।

স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার স্বামীই ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অনেক ঋণ রয়েছে, কীভাবে সেগুলো পরিশোধ করবেন এবং চলবেন তা নিয়ে উদ্বিগ্ন তিনি। এজন্য তিনি সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, আমরা নিহত বাবুলালের পারিবারকে ১০ হাজার টাকা দিয়েছি। অচিরেই তার বিধবা স্ত্রীর নামে বিধবা ভাতার কার্ড করে দেয়া হবে। এছাড়া জেলা প্রশাসকের কাছে বাবুলালের স্ত্রী একটি লিখিত আবেদন দিলে তার নামে এককালীন কিছু টাকা ও একটি ঘর নির্মাণের ব্যবস্থা করে দেয়া হবে।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :