চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইনসহ যবুক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৯
অ- অ+

জেলার বোয়ালিয়া এলাকা থেকে ১০ কেজি হেরোইনসহ এক যবুককে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা। সোমাবার রাত সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজার থেকে আব্দুল আলীমকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যবুক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তাতীপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীন শেখের ছেলে।

রাজশাহী র‌্যাব-৫ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান রাতে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকারের নেতৃত্বে একটি দল গোমস্তাপুর বোয়ালিয়া রাস্তার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে কাউন্সিল বাজার এলাকায় একটি ইজিবাইকে করে দুইজন এলে তাদের সহেন্দজনকভাবে চ্যালেঞ্জ করে র‌্যাবের সদস্যরা। এ সময় একজন পালিয়ে গেলেও আব্দুল আলীমকে ইজিবাইকসহ র‌্যাব সদস্যরা আটক করে। পরে ওই ইজিবাইকে থাকা টমেটোভর্তি প্লাস্টিকের ক্যারেট তল্লাশি চালিয়ে ১০ কেজি হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলীম জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জড়িত। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা