মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকদের ফেরাতে বিমানের বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯
অ- অ+
ফাইল ছবি

মালয়েশিয়া থেকে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরাতে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালয়েশিয়ার সরকার ঘোষিত ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় তাদের ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিমান এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় টিকিটসংকটের কারণে আটকে পড়া শ্রমিকদের সহায়তা করতে ও সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মালয়েশিয়ার সরকার দেশটিতে থাকা বাংলাদেশি অবৈধ শ্রমিকদের একটি কর্মসূচির আওতায় দেশে ফিরে আসার সুযোগ প্রদান করছে। চলতি ডিসেম্বরেই এই সুযোগটি শেষ হবে। তবে বিমানের টিকিটসংকটের কারণে দেশটিতে বাংলাদেশি অনেক শ্রমিক আটকে আছেন। সময়মতো ফ্লাইট না পাওয়ায় তারা মালয়েশিয়া সরকারের এ সুযোগ কাজে লাগিয়ে দেশে ফিরতে বিপাকে পড়ছেন।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা