ইতালিতে শহীদ ফজলুল হক মণির জন্মদিন উদযাপন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৯, ২২:৫৯

মুজিব বাহিনীর অধিনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শহীদ ফজলুল হক মণির ৮০তম জন্মদিন উদযাপন করেছে ইতালি যুবলীগ। জন্মদিন উপলক্ষে রাজধানী রোমের ভিত্তোরিওতে ফাতেহা পাঠ এবং মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্বল মৃধার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের পরিচালনায় এসময় বক্তারা বলেন, শেখ ফজলুল হক মনি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাহসী নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন।

শেখ ফজলুল হক মনি ১৯৬২-৬৩ সালের মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাকিস্তান দোসর মোনায়েম সরকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ডিগ্রি কেড়ে নেয়। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন।

১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করা শেখ ফজলুল হক মনিকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ টেলিকনফারেন্সে ইতালি যুবলীগ-এর কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলে, নেতৃবৃন্দ মনে করেন, তিনি অনেক বড় মনের একজন মানুষ বলেই ইতালি যুবলীগের কর্মীদের সাথে রাত জেগে কথা বলেছেন, যা বর্তমান রাজনীতিতে বিরল। এ বিষয়কে ইতালি যুবলীগের একটা অনেক বড় অর্জন বলেও নেতাকর্মীরা মনে করেন।

এসময় নেতাকর্মীরা বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বের সাথে বলতে পারি যুবলীগের এবারের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার। পাশাপাশি তারা যুবলীগের সাজ্জাদ হায়দার লিটন বিদেশের সংগঠনগুলোকে সঠিক নির্দেশনা দেবার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক সোহেল বকসি, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মহি, সম্মানিত সদস্য আমিন বেপারী, শাহাদত হোসেন রনি, রফিক বেপারী, নূরুল ইসলাম মাদবর, শেখ রাশেদ আহম্মেদ, গিয়াস উদ্দিন হাসান, স্বপন দাশ, শামিম মুন্সি, সাদ্দাম হোসেন, সোহাগ মুন্সি, সৈয়দ সুমন, শাহাবউদ্দিন মাদবর, রিয়াজ উদ্দিন রাজা, নজরুল ইসলাম, শাহজাহান মিয়া, আসলাম হাওলাদার, এমএ জলিল, সেলিম মৃধা প্রমুখ।

পরে শহীদ ফজলুল হক মণি এবং ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুসহ সকলের আত্মার শান্তি কামনা করেন দোয়া ও মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

রোমের মন্তে রতন্দো‘তে বিমাসের মতবিনিময় সভা   

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

এই বিভাগের সব খবর

শিরোনাম :