আলফাডাঙ্গায় নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:১৪

ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি, ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্য নির্ভর সেমিনার, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে সেমিনার, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমানের সভাপতিত্বে জনগণের দোর গোড়ায় কাক্সিক্ষত সেবা পৌঁছে দিতে আইসিটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশীদ, উপজেলা তথ্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাকতী দত্তসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :