ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে ওএমএসে পেঁয়াজ বিক্রি

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৯:১১
অ- অ+

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে টিসিবির পর এবার ইউনিয়ন পর্যায়ে ওএমএসের মাধ্রমে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।

শনিবার সকালে ২২ জন ডিলারকে পাঁচশত কেজি করে পেঁয়াজ তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

সদর উপজেলার ২১টি ও পৌরসভার ১টিসহ ২২টি স্থানে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু হয়। প্রতি কেজি ৫২ টাকা দরে সাধারণ মানুষের মাঝে পেঁয়াজ বিক্রির এ উদ্যোগ গ্রহণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের ২১ জন এবং পৌরসভার একজন ডিলারের মাধ্যমে পেঁয়াজ বিক্রির জন্য খাদ্য বিভাগের নিয়োগপ্রাপ্ত ওএমএস ডিলারদের কাছে পেঁয়াজ হস্তান্তর করা হয়।

যথারীতি শনিবার দুপুরে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের প্রয়াত মনসুর আলীর স’মিলের কাছে ওএমএস ডিলার রফিজ উদ্দীন দুপুরে ৫২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেন।

ক্রেতারা লাইন ধরে ৫২ টাকা কেজি দরে পেঁয়াজ সংগ্রহ করেন। সাধারণ মানুষ ৫২ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ৫২ টাকা কেজি দরে সাধারণ মানুষ নিজ ইউনিয়নে পেঁয়াজ কিনতে পারবেন। আর একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। আশা করি এতে জনসাধারণের মাঝে পেঁয়াজ কেনার দুশ্চিন্তা অনেকাংশে কমে যাবে।

এর আগে গত ৪ ডিসেম্বর শহরের সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে টিসিবির মাধ্যমে সরকার ঠাকুরগাঁও পৌর এলাকায় ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করে।

ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা