‘সাইকো’তে পূজার নায়ক রোশন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৮
অ- অ+

আরও একটি নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন বাংলাদেশের এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। নাম ‘সাইকো’। এটি পরিচালনা করবেন অনন্য মামুন। এই ছবির জন্য পূজা অনেক আগে থেকে চূড়ান্ত। বাকি ছিল তার নায়ক কে হবেন। জানা গেল সেটাও। সম্প্রতি ‘সাইকো’তে অভিনয়ের জন্য একসঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা এবং রোশান। অর্থাৎ প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে চলেছেন নতুন প্রজন্মের এই দুই তারকা।

অনন্য মামুনের ‘সাইকো’তে থাকবে এসিড আক্রান্ত এক তরুণীর গল্প, যার জীবনের ইচ্ছা পাইলট হওয়া। এসিড আক্রান্ত সেই তরুণীর চরিত্রেই থাকবেন পূজা চেরি। অন্যদিকে, রোশানকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায়। পরিচালক অনন্য মামুন জানান, ‘সাইকো’র শুটিং শুরু হবে নতুন বছরের জানুয়ারির মাঝামাঝি সময় থেকে। শুটিং লোকেশন বাংলাদেশ, নেপাল এবং থাইল্যান্ড।’

পূজা এবং রোশন কিছুদিন আগেই একটি ছবির কাজ শেষ করেছেন। তবে সেখানে তারা নায়ক-নায়িকা নন। ‘সাইকো’তে তাদের দেখা যাবে জুটি হিসেবে। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘অনেক দিন থেকেই দুজনের একসঙ্গে কাজের কথা হচ্ছিল। কিন্তু ব্যাটে–বলে না মেলায় এত দিন কাজ হয়নি। রোশান ভালো অভিনেতা। নতুন বছরে নতুন জুটির একটা চমক থাকবে দুজনের।’

আরেকটি চমকপ্রদ তথ্য হচ্ছে, এই ছবিতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করবেন রোশান। নায়কের কথায়, ‘ছবিতে আমার দুটি চরিত্র। একটি পুলিশ অফিসার, আরেকটি সাইকো ধাঁচের। এই প্রথম একসঙ্গে দুই ধরনের চরিত্রে অভিনয় করব। কাজটি যদিও আমার জন্য চ্যালেঞ্জিং, তবে তা মোকাবিলা করতে আমি প্রস্তুত। আশা করি, ভালো কিছুই হবে।’

পূজা ও রোশান এর আগে সহশিল্পী হিসেবে নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ ছবিতে অভিনয় করেছেন। সেখানে পূজার নায়ক নাট্য অভিনেতা সজল। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া ‘সান’ নামে একটি ছবির কাজও শেষ করেছেন পূজা। এম এ রাহিম পরিচালিত সে ছবির নায়ক সিয়াম আহমেদ। এটি সিয়াম-পূজা জুটির তৃতীয় ছবি। ‘সান’ও রয়েছে মুক্তির অপেক্ষায়।

ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা