মোদিকে ঈশ্বরের সঙ্গে তুলনা বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৮
অ- অ+

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিতর্কের মধ্যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ঈশ্বর’ এর সঙ্গে তুলনা করেছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহান। তার কথায়, ‘পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার মানুষদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছেন। নরেন্দ্র মোদি আপনি ঈশ্বরের চেয়ে কোনো অংশে কম নন’।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রবিবার ইনদওরে সিন্ধি ও পঞ্জাবিদের নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছিল বিজেপি। দলের কার্যকরী সভাপতি জেপি নড্ডাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সেখানেই এমন মন্তব্য করেন শিবরাজ। তিনি বলেন, ‘ঈশ্বর আপনাদের জীবন দিয়েছেন, মা জন্ম দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদিজি আপনাদের নতুন জীবন দান করেছেন। মান-সম্মান এবং মর্যাদা দিয়েছেন। তাই ঈশ্বরের চেয়ে কোনও অংশে কম যান না নরেন্দ্র মোদি। আপনারাই বলুন ঠিক বলছি কি না?’

পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের নানাভাবে নিপীড়িত হওয়ার কাহিনী তুলে ধরে শিবরাজ দাবি করেন, সেদেশে সংখ্যালঘুদের মন্দিরে যাওয়ার অধিকার ছিল না। ধর্ষণের শিকার হতেন তারা। জোর করে বিয়ে করানো হত। তাই মুখ্যমন্ত্রী থাকাকালীন ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও কখনও সেখান থেকে পালিয়ে আসা মানুষদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে দেননি তিনি।

তার যুক্তি, এত কিছুর পর আর নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করা উচিত নয়। বরং নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে অভিবাদন জানানো উচিত সকলের। এসময় নতুন নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেস সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ তোলেন জেপি নড্ডা।

ঢাকা টাইমস/২৩ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রিট খারিজ, ইশরাককে শপথ পড়াতে বাধা নেই
স্টারলিংকের সংযোগ যেভাবে পাওয়া যাবে
ম্যানইউকে হারিয়ে ১৭ বছরের ট্রফিখরা কাটাল টটেনহাম
ঈদুল আজহায় অপোর আকর্ষণীয় অফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা