কারাভোগ শেষে দেশে ফিরেলেন ভারতীয় নাগরিক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫
অ- অ+

প্রায় ১৮ মাস কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেলেন তরিকুল ইসলাম (২৭) নামের এক ভারতীয় নাগরিক।

মঙ্গলবার সকাল ১১টার সময় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের হিলি অভিবাসন পুলিশের নিকট তাকে হস্তান্তর করেন হিলি ইমিগ্রেশন পুলিশ।

তরিকুল ইসলাম ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া থানার বোদাগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোত্তালেব হোসাইন বলেন, গত ২০১৮ সালের জুন মাসের ২৭ তারিখে তরিকুল ইসলাম পঞ্চগড়ের ভজনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় বিজিবি তাকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদলতে উপস্থাপন করা হলে আদালত তাকে ১ মাস ২০ দিনের সাজা ও ১ হাজার টাকা জরিমানা করেন।

এ কর্মকর্তা আরো বলেন, সাজার মেয়াদ শেষ হলেও দুদেশের মাঝে চিঠি আদান প্রদানের মাধ্যমে দীর্ঘদিন পর আজ তার মুক্তির আদেশ হলে দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তাকে সকালে আমাদের নিকট হস্তান্তর করে। পরে প্রক্রিয়া শেষে আমরা তাকে ভারতীয় অভিবাসন পুলিশের নিকট হস্তান্তর করি।

ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা