রাজাকারের তালিকা তৈরিতে ভুল হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৩
অ- অ+

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, ‘রাজাকারের তালিকা করতে ভুল হয়েছে, তা আমি অফিসিয়ালভাবে এ দায় স্বীকার করছি। কার দায়িত্ব পালনে ভুল ছিল- এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করলেও এর চেতনার সঙ্গে তিনি থাকেননি। তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন দেশে বড় বড় পদে অধিষ্ঠিত করেছিলেন।’

বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাদিম সারওয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘একটা গরুচোর মারলেও তার হত্যার বিচার হয়। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার বিচার বন্ধে জিয়া সরকার ইনডেমনিটি অ্যাক্ট করেছিলেন। জিয়া জামায়াতে ইসলামীর মত নিষিদ্ধ দলকে রাজনীতি করার সুযোগ ও গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দেন। তিনি স্বাধীনতাবিরোধী রাজাকার জয়পুরহাটের আব্দুল আলিমকেও মন্ত্রী করেছিলেন। এতে বুঝতে হবে জিয়া কার পক্ষে ছিলেন।’

তিনি আরো বলেন, ‘২০২০ সালে প্রথম পর্যায়ে ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে এক হাজার বর্গফুটের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। একই ডিজাইনের প্রতিটি বাড়ির জন্য ব্যয় হয় ১৬ লাখ টাকা। পরের বছর সমসংখ্যক বাড়ি দেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা