বাহরাইনে অ্যাম্বাসেডর কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্বপন মজুমদার, বাহরাইন
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ২২:১৬
অ- অ+

বাহরাইনে বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে অ্যাম্বাসেডর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে মোট চারটি দল অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার রাত আটটায় সালমাবাদ গালফ ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কেএম মমিনুর রহমান, দূতালয় প্রধান রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

প্রথম ম্যাচে বাংলাদেশ দূতাবাস বনাম বাংলাদেশ সমাজ মুখোমুখি হয়। এতে বাংলাদেশ দূতাবাস বিজয় লাভ করে। অন্য ম্যাচে বাংলাদেশ স্কুল বনাম বাংলাদেশ সোসাইটি মুখোমুখি হয়, এতে বাংলাদেশ সোসাইটি বিজয় লাভ করে।

বিজয়ী দুই দল শনিবার রাত ৮টায় ফাইনাল ম্যাচে বাংলাদেশ দূতাবাস বনাম বাংলাদেশ সোসাইটি মুখোমুখি হয়, এতে বাংলাদেশ দূতাবাস ২-১ গোলে বিজয় লাভ করে, বিজয়ীদের পক্ষে দুইটি গোলই করেন রাষ্ট্রদূত কেএম মমিনুর রহমান নিজেই।

পরে বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সময় পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আইনুল হক, বাহরাইন বাংলাদেশ স্কুল বোর্ড চেয়ারম্যান, শাফাকাত আনোয়ার, বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন বাবর, বাংলাদেশ সোসাইটির সহসভাপতি মাজহারুল ইসলাম বাবু ও ব্যবসায়ী আল মারুফ।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা