সাংবাদিকের বিরুদ্ধে অভিনেত্রী অঞ্জনার মামলার আবেদন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ১৫:১৭| আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৮:১৪
অ- অ+

পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক সিরাজ উদ্দিন রাজা সিরাজের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন চলচ্চিত্র নায়িকা অঞ্জনা সুলতানা।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তিনি মামলার আবেদন করেন।

বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হাজেরা আক্তার।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১ ডিসেম্বর সিরাজ উদ্দিন তার নতুন প্রজন্মের সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় একটি লেখা প্রকাশ করেন। যার শিরোনাম ছিল, প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা নামধারী কলগার্ল একা। প্রতারণার বিজ্ঞাপনে পতিতার সর্দারনী রিনা খান, প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা সুজাতা, প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা নামধারী কলগার্ল জি কে শামীমের রক্ষিতা রত্না, চিত্রনায়িকা অঞ্জনা ও নতুন দুই মাসির সঙ্গে ছিনতাইকারী মেহেদী হাসান নয়ন।

প্রতিবেদন প্রকাশের পর বাদী আসামির সঙ্গে যোগাযোগ করলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আসামিকে টাকা না দিলে আরও গোপন তথ্য আছে, যা ধারাবাহিক প্রকাশ করার হুমকি দেন। এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় বাদীর মানহানি ও ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগে বলা হয়। মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদী অঞ্জনা।

ঢাকাটাইমস/১৬জানুয়ারি/আরজে/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা