বেরোবিতে কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৫:৫৫ | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২০, ১৫:৪৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুর এর কর্মকর্তাদের দ্বিতীয় ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে চতুর্থ মাসের সেরা অংশগ্রহণকারীর পুরস্কার পেয়েছেন আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো: সাইফুল ইসলাম।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো: জুবায়ের ইবনে তাহের এবং কোর্স সমন্বয়ক ও ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বুনিয়াদি প্রশিক্ষণরত কর্মকর্তাদের মধ্যে চতুর্থমাসের সেরা অংশগ্রহণকারী মো. সাইফুল ইসলামকে মেডেল পরিয়ে দেন। চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দের সাফল্য কামনা করে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাকে কর্ম পরিবেশে যথাযথভাবে কাজে লাগিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।

বেরোবি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো: এহতেরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র মেডিকেল অফিসার মো: বজলুর রশীদ, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: বেলাল হোসেন, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: মেরাজ আলী, সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো: আল ইমরান, সহকারী স্টোর অফিসার শায়লা আকতার, লাইব্রেরি ক্যাটালগার মো: আকতারুল ইসলাম এবং চতুর্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৯জানুয়ারি/কেএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :